অ্যাডমিন বার্তা এবং ফোরাম বিষয়ক টুকিটাকি।

Started by আমজনতা, Mar 20, 2024, 05:12 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.


Post Page

আমজনতা

আমি আমজনতা। ঘর-সংসার কাজ-কর্ম করি, বাংলাদেশকে ভালোবাসি।

আমি দেশের ভালো মন্দের খবর রাখি, টেলিভিশন সংবাদ দেখি, পেপার পড়ি। আমি দেশের অতি গুরুত্বপূর্ণ মানুষগুলোর ইন্টারভিউ দেখি - শুনি - বুঝি। দেশে নিয়মিত ঘটে যাওয়া ঘটনাগুলো বিশেষকরে খারাপ কাজগুলো, অপরাধ, দুর্নীতি, যা দেশের উন্নয়নের অন্তরায় তার স্বাক্ষী আমি, আমি বলতে চাই কিন্তু বলতে পারিনা।

সামাজিক ভাবে আমি নিজেকে নিরাপদ ভাবি না এসব নিয়ে কথা বলার, সাহস নিয়ে বলতে চাইলে আমি কোনো নিরাপদ মাধ্যম / নিরাপদ প্লাটফর্ম পাই না। সহজ ভাষায় আমার জন্য কোনো নিরাপদ মাধ্যম নাই আজ পর্যন্ত, যেখানে আমি আমজনতা আমার মতামত জাতীয়ভাবে সবাইকে জানাতে পারি, শুনাতে পারি।

বাংলাদেশের জন্মের পর থেকে, কোটি মানুষের এই দেশে আমি একা এই  শূন্যতা নিয়ে জীবিত না। আপনিও আমার অবস্থানে সবসময়। জনমত ফোরাম আমাদের মত প্রকাশের ফোরাম। আমরা স্বাধীন এবং নিরাপদে এই ফোরামে জাতীয় স্বার্থে যেকেনো বিষয়ে আঞ্চলিক এবং জাতীয় মতামত গড়ে তুলবো, আমাদের নিজেদের মতামত দিয়ে। দেশের গুরুত্বপূর্ণ আসনে বসা মানুষগুলোকে আমরা আমাদের মতামত জানাতে চাই। গণতান্ত্রিক দেশে (এখনো হতে পারি নাই) গণতন্ত্রের চর্চা করি।

দেশকে ভালোবাসি সবাই, দেশের উন্নতিতে অংশগ্রহণ করবো সবাই, দেশকে বাঁচাবো সবাই। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই, মুক্তভাবে জনমত দিয়ে।

ফোরামের রেঙ্ক:____________________
নতুন : পোস্ট প্রয়োজন ০
শিক্ষানবিশ: পোস্ট প্রয়োজন ৪৭। ৪৭ এর দেশভাগ দিয়ে শুরু।
আমি বুঝি : পোস্ট প্রয়োজন ২৫২।  ৫২ ভাষা আন্দোলন আমাদের লড়াই।
স্বপ্ন দেখি : পোস্ট প্রয়োজন ৫৬৯।  ৬৯ এর গণঅভ্যুত্থানের স্বৈরশাসকের পতন আমাদের স্বপ্ন দেখিয়েছে।
দেশগড়ি : পোষ্ট প্রয়োজন ১০৭১। ৭১ এর লক্ষ শহীদের স্বাধীন একটুকরো বাংলাদেশ।
সোনার বাংলাদেশ : পোস্ট প্রয়োজন ১৯৮৭। ১৯৭১ সালে স্বাধীনতা আসলো কিন্তু গণতন্ত্র পেতে ১৯৮৭ সালে নূর হোসেন শহীদ হলেন, গণতন্ত্র কি পেয়েছিলাম? গণতন্ত্র আজও আমরা খুঁজে বেড়াই।

এছাড়াও আমাদের কিছু বিশেষ গ্রুপ রয়েছে।
পরিচিত জন : আপনি যদি জাতীয়ভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত জন হয়ে থাকেন তাহলে এই গ্রুপে জয়েন হয়ে নিজের মতামতের বিশ্বাসযোগ্যতা আরো দৃঢ় করতে পারেন।

আপনাকে নিজের প্রোফাইল থেকে আবেদন করতে হবে। আবেদনের পর ফোরাম অ্যাডমিনকে প্রয়োজনীয় কাগজাদীর ডিজিটাল কপি প্রদান করতে হবে। পরিচিত জন হতে পারেন এমন ব্যক্তিরা: সাবেক এবং বর্তমান গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সামাজিক যোগাযোগ মাধমের ইনফ্লুয়েন্সার ইত্যাদি।


কিছু অনুরোধ রইলো____________________
আমরা সবাই মানতে চেষ্টা করবো। প্রয়োজনে ফোরাম মডারেটর এইসব মডারেট করবেন।
  • আমরা স্বাধীন ভাবে আমাদের মত দিবো কিন্ত খেয়াল রাখবো আমার দ্বারা কারো যাতে কোনো ক্ষতি না হয়। কোথায় যেন  আছে, "আমি আপনার শত্রু হতে পারি কিন্তু আপনার মত-স্বাধীনতার জন্য আমি জীবন দিতে প্রস্তুত"। নিজের মতের স্বাধীনতার জন্য অন্যের মতের স্বাধীনতার গুরুত্ব দিন।
  • কাউকে গালি দিবেন না, খারাপ আচরণ করবেন না।  জীবননাশের হুমকি, শারীরিক এবং সামাজিক ক্ষতির হুমকি করা যাবে না।
  • একজনের একের অধিক একাউন্ট থাকবে পারে কিন্তু চেষ্টা করবেন একের অধিক একাউন্ট না রাখতে। বিশেষ কোনো কাজে একটি নতুন একাউন্ট খুললে, কাজ শেষ হয়ে গেলে একাউন্টটি মডারেটরকে বেন করতে অনুরোধ করুন।
  • পরিচিত জন গ্রুপের জন্য একটি একাউন্ট থাকবে।  আপনার অন্য আরো কোনো একাউন্ট (যদি থাকে) পরিচিত জন গ্রুপের সদস্য হতে পারবে না।

এগুলো শধুমাত্র অল্প কিছু নিয়ম মানার অনুরোধ রইলো। জনমত ফোরাম বড় হলে, আমি ফোরাম মেম্বারদের অনুরুধ করবো আরো কিছু নিয়ম তৈরী করা যাতে জনমত ফোরামে সবাই স্বাধীনভাবে, নিরাপদে তাদের মতামত দিতে পারেন।

আসুন সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর, সত্যিকার অর্থের গণতান্ত্রিক এবং দুর্নীতি মুক্ত স্বাধীন বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিয়ে যাই।


ভাই পানি লাগবে, পানি?

আমজনতা

ভাই পানি লাগবে, পানি?

ইমন হোসাইন

"গণতান্ত্রিক দেশে (এখনো হতে পারি নাই) গণতন্ত্রের চর্চা করি।"
ভালো লাগলো। গণতন্ত্র দেশে নাই। আগে যাও কিসু আসিল এখন সব শেষ। দেশে জোর যার মুল্লুক তার, এটাই একমাত্র তন্ত্র। ফুসাইলে থাক না হয় ভাগ।
হাসিনার পোষ্য বাহিনী হাসিনার মুত খেয়ে তাদের দিন শুরু করে, আর গু খেয়ে গুমাতে যায়।
  •  

কাজী

শুভ কামনা রইল। একটা নিরপেক্ষ বন্ধুসুলভ কমিউনিটি তৈরি করলে দেশ ও জাতি কথা বলার জায়গাটা পাবে।

আমজনতা

ধন্যবাদ আপনাদের।  নিচে কিছু ফিচার সম্পর্কে ধারণা দিলাম।

ফোরামের উল্লেক্ষযোগ্য ফিচার:____________________
সিম্পল রেফারেল : জনমত ফোরাম রেফারেল সিস্টেম দ্বারা আপনি যাদের আমাদের ফোরামে আমন্ত্রণ করবেন তাদের একটি লিস্ট জানতে পারবেন। যখন পরিচিতজনকে আমাদের ফোরাম সম্পর্কে বলবেন তখন আপনার রেফারেল লিংক অথবা ফোরাম ইউসারনেইম বলতে ভুলবেন না।

থ্যাংকস ফিচার : কারো লিখাতে ধন্যবাদ জানাতে SAY THANKS ব্যবহার করতে পারেন।

সিমিলার টপিক : সাদৃশ্য আছে এমন টপিকগুলো প্রতিটা টপিকের নিচে দেখা যায়।

ফোরাম বিজ্ঞাপন : ফোরামের কিছু জায়গায় বিজ্ঞাপনের ব্যবস্থা রয়েছে। এই জায়গা গুলোতে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। আপাতত জায়গাগুলো হলো -
  • Display ads on board index: banner size 970x90
  • Display ads on message index: banner size 970x90
  • Display ads on post page: banner size 970x90
  • Display ads within posts: 0-1: banner size 970x250
  • Display ads after the last post: banner size 970x450
  • Display ads on the bottom of the page: banner size 970x90
Source guide: https://i.imgur.com/I5xJYEw.png
ভাই পানি লাগবে, পানি?
  •  

আমজনতা

ভাই পানি লাগবে, পানি?
  •  

Similar topics (4)

.