[OPEN] জনমত গড়ে তুলতে টপিক লেখক প্রয়োজন (বেতন আলোচনা স্বাপেক্ষে।)

Started by আমজনতা, Mar 20, 2024, 10:04 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.


Post Page

আমজনতা

Quote from: amjonota on Mar 20, 2024, 09:06 PMফোরামটি দেশের সাধারণ মানুষের মতামতের অধিকার সহজে সবার কাছে পৌঁছে দিতে, অরাজনৈতিক অবস্থানে থেকে, ব্যক্তিগত তহবিলে পরিচালনা করা হচ্ছে।
জনমত ফোরামের পক্ষ থেকে আমাদের দুই তিন জন লেখক দরকার। যেহেতু উপরের কোটেশন থেকে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন এটি ব্যক্তিগত তহবিলে পরিচালিত হচ্ছে সেহেতু আপনি বেশী কোনো বেতন আশা করতে পারছেন না।

প্রতি জন লেখকের জন্য মাসে সর্বোচ্চ ৩,০০০/= (তিন হাজার টাকা মাত্র) সম্মাননা দেয়া হবে। আপনার বিকাশ / নাগাদ একাউন্ট এডমিনকে দিবেন। প্রতি মাসে সর্বোচ্চ ৫ তারিখ আপনার পারিশ্রমিক পরিশোধ করা হবে।

কাজের বিবরণ:____________________
একজন পারিশ্রমিক প্রাপ্ত লেখক হিসেবে আপনি আপনার চোখে কোনো ঘটনাকে দেখবেন না এবং তুলেও ধরবেন না, ঘটনা নিরপেক্ষভাবে উপযুক্ত উপাত্ত সহকারে তুলে ধরবেন, জনমত ফোরামের ব্যবহারকারীদের উপর ছেড়ে দিবেন তাদের মতামতের ভিত্ত্বিতে আলোচনা করতে।

"আমার মতামত স্বাধীনতা আমার রাষ্ট্রীয় অধিকার!" - ফোরাম মেম্বাররা তাঁদের স্বাধীন মতামতের চর্চা করতে দিবেন যাতে তাঁরা তাঁদের মতের পক্ষে ও বিপক্ষে জনমত গড়ে তুলেন।  জনমত ফোরাম শুধুমাত্র জনগণের স্বাধীন জনমত প্রদানের জায়গা করে দেয়ার দায়িত্ব পালন করবে।

- সপ্তাহে অন্তত পাঁচটি, প্রতিদিন একটির বেশী নয় টপিক লেখবেন।
টপিকটি হতে হবে সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা চলমান কোনো আন্দোলন। ঘটনাটি ভাইরাল হতে হবে এমন না, কোনো পত্রিকায়, টিভিতে যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে সেখান থেকে তথ্যের রেফারেন্স দিবেন, যত বেশী সম্ভব রেফারেন্স দিয়ে লিখাটি লিখবেন। লিখা যাতে সহজে পড়া এবং বুঝা যায়।  কিছু সাম্প্রতিক ঘটনা হতে পারে (২০ মার্চ ২০২৪): ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আন্দোলন, হাসপাতালে ভুল চিকিৎসায় ঘটে যাওয়া কয়েকটি মৃত্যুর ঘটনা (শিশু আয়ান এবং প্রমূখ), মন্ত্রীর পরামর্শ : বরই দিয়ে ইফতার ইত্যাদি এইরকম ঘটনা নিয়ে টপিক এবং জনগণের কি মতামত তা বের করে নিয়ে আসতে লিখাই আপনার কাজ।

জনমতে তুলে আনার চেষ্টা করবেন, সম্মিলীত জনমতটা কি, কিভাতে একটি খারাপ ঘটনার প্রতিকার জনগণ চায়, একটি ভালো উদ্যোগ কিভাবে সবাই মিলে সফল করা যায় ইত্যাদি।
উদাহরণ স্বরূপ:
শিশু আয়ানের সাথে ঘটনার মতো ঘটনা কেন ঘটছে বার বার? এর আসল সমস্যা তা কোথায়? কীভাবে জনগণ চায় এর প্রতিকার করতে?
ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আন্দোলন: এই আন্দোলন জনগণ কিভাবে নিচ্ছে? তাদের মতামত, আন্দোলনে তাদের অংশগ্রহণ অথবা বর্জন চেষ্টা তুলে আনতে তাঁদের মতামত নিয়ার চেষ্টা করবেন আপনার লিখায়।

যেহেতু আপনি পারিশ্রমিক প্রাপ্ত, আপনি বলবেন না আপনি আন্দোলন অথবা ঘটনা সাপোর্ট অথবা বর্জন করছেন, জনমত ফোরামের সম্মানিত সদস্যরা বলবেন তাদের নিজস্ব মতামত। আপনার দায়িত্ব ঘটনা নিরপেক্ষভাবে উপস্থাপন করা।

-ফোরামের অন্যান্য পোস্টে আপনি আপনার মতামতও দিতে পারবেন না কারণ পারিশ্রমিক প্রাপ্ত মেম্বার হিসাবে আপনার মতামত অনেক সময় কোনো পক্ষকে সাপোর্ট দেয়া প্রকাশ করতে পারে যা ফোরামে মান ক্ষুন্ন করবে।

মাসে পার্টটাইম হিসাবে এইটুকুই আপনার কাছ থেকে জনমত ফোরামের চাওয়া। আপনি নিজেকে একজন সৎ, দেশপ্রেমিক, উদ্যোগী উদ্যোক্তা টাইপের মানুষ মনে করলে আমার সাথে যোগাযোগ করবেন। অন্যান্য কিছু সংযোজন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

ধন্যবাদ!

ভাই পানি লাগবে, পানি?

আমজনতা

ভাই পানি লাগবে, পানি?

ইমন হোসাইন

Quote from: আমজনতা on Mar 20, 2024, 10:04 PMপ্রতি জন লেখকের জন্য মাসে সর্বোচ্চ ৩,০০০/= (তিন হাজার টাকা মাত্র) সম্মাননা দেয়া হবে। আপনার বিকাশ / নাগাদ একাউন্ট এডমিনকে দিবেন। প্রতি মাসে সর্বোচ্চ ৫ তারিখ আপনার পারিশ্রমিক পরিশোধ করা হবে।
আমি চেষ্টা করবো দুই / তিন জন পরিচিত কলেজ / ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে-মেয়েদের কাছে আপনার মেসেজটি পৌঁছে দিতে। পার্টটাইম কাজ হিসাবে এটা খুবই ভালো একটা অফার।

ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করবো সময় দিতে। ধন্যবাদ অ্যাডমিন লিখার জন্য একটা জায়গা করে দেয়ায়।

হাসিনার পোষ্য বাহিনী হাসিনার মুত খেয়ে তাদের দিন শুরু করে, আর গু খেয়ে গুমাতে যায়।
  •  

SilentEcho

এই ফোরামটি আমার খুব পছন্দ হয়েছে এবং আন্তরিক ধন্যবাদ এডমিনকে যে সুন্দর একটি সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে যারা নতুন তারা অনুপ্রেরণা পাবে লেখালেখি করতে যেহেতু তারা একটা পারিশ্রমিক পাবে, যদিও তা যতসামান্য বটে।তবে, আলোচনা সাপেক্ষে এবং কয়েকদিনপর এর পারিশ্রমিকটা বৃদ্ধি করা যেতে পারে।।
  •  

আমজনতা

Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMএই ফোরামটি আমার খুব পছন্দ হয়েছে এবং আন্তরিক ধন্যবাদ এডমিনকে যে সুন্দর একটি সুযোগ দেওয়ার জন্য
ফোরামটি তৈরী করা হয়েছে স্বাধীনভাবে নিজের মতামত তুলে ধরার জন্য।

মত প্রকাশ আমাদের অধিকার , স্বৈরাচার খুনি হাসিনার সময় আমাদের সেই অধিকার হরণ করা হয়েছিলো তাই এই ফোরামটি আমরা তৈরী করেছিলাম। স্বৈরাচারের পতন হয়েছে, দেশ নতুন সম্ভাবনার দিকে যাবে তবে আমাদের অনেক সোচ্চার থাকতে হবে। জনমত ফোরামে আমরা সোচ্চার থাকবো স্বৈরাচারের দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। জুলাইয়ের সকল শহীদ ছাত্রদের জীবন, আহত ভাই বোনদের ত্যাগ, পরিবারের কষ্ট বৃথা যেতে দেয়া যাবে না।

Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMবিশেষ করে যারা নতুন তারা অনুপ্রেরণা পাবে লেখালেখি করতে যেহেতু তারা একটা পারিশ্রমিক পাবে, যদিও তা যতসামান্য বটে।
আপনি লিখা লেখি করে যান। শীগ্রই আমরা  ফোরাম প্রবন্ধ লিখন প্রতিযোগিতা শুরু করবো। একটা করেছিলাম জুলাইয়ের দিন গুলোতে, এখন এটা অতীত। নতুন করে আমাদের প্ল্যানিং করছি। আপনার সহকর্মী, বন্ধু বান্ধবদের আমাদের ফোরামের দাওয়াত দিতে পারেন। সবাই মিলে বড়ো কিছু করা যায়। 

Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMতবে, আলোচনা সাপেক্ষে এবং কয়েকদিনপর এর পারিশ্রমিকটা বৃদ্ধি করা যেতে পারে।।

Quote from: আমজনতা on Mar 20, 2024, 10:04 PMপ্রতি জন লেখকের জন্য মাসে সর্বোচ্চ ৩,০০০/= (তিন হাজার টাকা মাত্র) সম্মাননা দেয়া হবে। আপনার বিকাশ / নাগাদ একাউন্ট এডমিনকে দিবেন। প্রতি মাসে সর্বোচ্চ ৫ তারিখ আপনার পারিশ্রমিক পরিশোধ করা হবে।

উপরে অলরেডি বলা আছে।
এটি শুধুমাত্র একটি সম্মাননা, আমাদের অন্ততঃ ১০ জন মানুষ দরকার যারা ভালো লেখালেখি করে। প্রোজেকটা সম্পূর্ণ ব্যক্তিগত ফান্ডিংএ চলে তাই চাইলেও আমরা আমাদের বাজেট থেকে বের হতে পারি না। ফোরাম বড়ো হলে হয়তো আমরা উৎসাহ পাবো বড়ো কিছু করতে। আপনাদের সহযোগীতা আমাদের অনেক দরকার।

ভাই পানি লাগবে, পানি?
  •  

আমজনতা

ভাই পানি লাগবে, পানি?
  •  

Quick Reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.

Note: this post will not display until it has been approved by a moderator.

Name:
Email:
Verification:
Please leave this box empty:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
ইংরেজিতে উত্তর দিবেন: আমাদের দেশের নাম কি?:
Shortcuts: ALT+S post or ALT+P preview

Similar topics (2)

Page Bottom