ফোরাম মডারেটর আবশ্যক। দয়াকরে বিস্তারিত পড়ুন ।
Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMএই ফোরামটি আমার খুব পছন্দ হয়েছে এবং আন্তরিক ধন্যবাদ এডমিনকে যে সুন্দর একটি সুযোগ দেওয়ার জন্যফোরামটি তৈরী করা হয়েছে স্বাধীনভাবে নিজের মতামত তুলে ধরার জন্য।
Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMবিশেষ করে যারা নতুন তারা অনুপ্রেরণা পাবে লেখালেখি করতে যেহেতু তারা একটা পারিশ্রমিক পাবে, যদিও তা যতসামান্য বটে।আপনি লিখা লেখি করে যান। শীগ্রই আমরা ফোরাম প্রবন্ধ লিখন প্রতিযোগিতা শুরু করবো। একটা করেছিলাম জুলাইয়ের দিন গুলোতে, এখন এটা অতীত। নতুন করে আমাদের প্ল্যানিং করছি। আপনার সহকর্মী, বন্ধু বান্ধবদের আমাদের ফোরামের দাওয়াত দিতে পারেন। সবাই মিলে বড়ো কিছু করা যায়।
Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMতবে, আলোচনা সাপেক্ষে এবং কয়েকদিনপর এর পারিশ্রমিকটা বৃদ্ধি করা যেতে পারে।।
Quote from: আমজনতা on Mar 20, 2024, 10:04 PMপ্রতি জন লেখকের জন্য মাসে সর্বোচ্চ ৩,০০০/= (তিন হাজার টাকা মাত্র) সম্মাননা দেয়া হবে। আপনার বিকাশ / নাগাদ একাউন্ট এডমিনকে দিবেন। প্রতি মাসে সর্বোচ্চ ৫ তারিখ আপনার পারিশ্রমিক পরিশোধ করা হবে।
Quote from: আমজনতা on Mar 20, 2024, 10:04 PMপ্রতি জন লেখকের জন্য মাসে সর্বোচ্চ ৩,০০০/= (তিন হাজার টাকা মাত্র) সম্মাননা দেয়া হবে। আপনার বিকাশ / নাগাদ একাউন্ট এডমিনকে দিবেন। প্রতি মাসে সর্বোচ্চ ৫ তারিখ আপনার পারিশ্রমিক পরিশোধ করা হবে।আমি চেষ্টা করবো দুই / তিন জন পরিচিত কলেজ / ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে-মেয়েদের কাছে আপনার মেসেজটি পৌঁছে দিতে। পার্টটাইম কাজ হিসাবে এটা খুবই ভালো একটা অফার।
Quote from: amjonota on Mar 20, 2024, 09:06 PMফোরামটি দেশের সাধারণ মানুষের মতামতের অধিকার সহজে সবার কাছে পৌঁছে দিতে, অরাজনৈতিক অবস্থানে থেকে, ব্যক্তিগত তহবিলে পরিচালনা করা হচ্ছে।জনমত ফোরামের পক্ষ থেকে আমাদের দুই তিন জন লেখক দরকার। যেহেতু উপরের কোটেশন থেকে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন এটি ব্যক্তিগত তহবিলে পরিচালিত হচ্ছে সেহেতু আপনি বেশী কোনো বেতন আশা করতে পারছেন না।