Post reply

Note: this post will not display until it has been approved by a moderator.
Other options
Verification:
Please leave this box empty:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
ইংরেজিতে উত্তর দিবেন: আমাদের দেশের নাম কি?:
Shortcuts: ALT+S post or ALT+P preview

Topic summary

Posted by জনশক্তি
 - Today at 01:27 AM
  • কোর্স ফি : ১৫,০০০ টাকা
  • কোর্সের সময়কাল : ১  মাস
  • কোর্স পরবর্তী কাজের দিক নির্দেশনা : ৫ মাস
আমরা কোনো অগ্রিম কোর্স ফি নিয়ে থাকি না। কোর্স শেষে প্রথম মাসে ৫,০০০ টাকা এবং বাকী ১০,০০০ টাকা আপনার প্রথম আয় থেকে পরিশোধ করুন।

সর্বোচ্চ ৬ মাসের মধ্যে মাসে ২০,০০০ টাকা আয় করুন।
৬ মাস পর আপনি নিজেই নিজের দক্ষতা বাড়িয়ে পরবর্তী দেড় বছরে ১ লক্ষ ২৫ হাজার বা তারও বেশী টাকা প্রতিমাসে আয় করতে পারবেন!

না এটি কোনো রূপকথার গল্প নয় , কোনো মিথ্যা আশ্বাসও না, অথবা  আপনাকে ঠকিয়ে টাকা খাওয়ারও কোনো অসৎ উদ্দেশ্যও না। আমাদের একমাত্র এবং অন্যতম  উদ্দেশ্য আপনাকে একজন স্বচ্ছল ব্যক্তি হওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া এবং আপনাকে সৰ্বোচ্চ সহযোগীতা করে সেই রাস্তায় হোচট না খেয়ে সহজে হাঁটিয়ে প্রয়োজন হলে দৌড়িয়ে এক সময় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেয়া।

প্রশিক্ষণ শেষ, আপনার লক্ষ্য মাসে ২০,০০০, না ১ লক্ষ ২৫ হাজার, না তারও বেশী সেটি আপনি নির্ধারণ করবেন।

অবিশ্বাস মনে হতে পারে কিন্তু আমরা জানি আপনি একটু চেষ্টা করলে আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়া আমাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। আপনি রেডি তো ?

আবেদন করার নূন্যতম যোগ্যতা গুলো নিম্নরূপ:
  • ইংরেজী পড়ার এবং লিখার দক্ষতা আবশ্যক। লিখার ক্ষেত্রে মোটামুটি গ্রামার এবং শব্দের ব্যবহার করে ভাব টা প্রকাশ করতে পারলেই হলো। আর যদি আপনার ইংরেজী খুব ভালো হয়ে তাহলে এই কাজ আপনার জন্য পানি ভাত।
  • একটি মোটামুটি মানের ল্যাপটপ / কম্পিউটার এবং সাথে সর্বক্ষণিক ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যক। আপনার কাজটাই হবে ইন্টারনেট ভিত্তিক।
  • ল্যাপটপ / কম্পিউটার কীবোর্ড টাইপিং-এর মোটামুটি দক্ষতা আবশ্যক, বাংলা টাইপিং না জানলেও হবে কিন্তু ইংরেজি টাইপিং অবশ্যই জানতে হবে।
  • ল্যাপটপ / কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্রাউজিং এর উপর বেসিক ধারণা থাকতে হবে। ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্যবহার করার অভ্যাস থাকতে হবে।
  • প্রথম কয়েকমাস খুব ধর্য্যের পরিচয় দিতে হবে। ভালো লাগবে না, বোঝা মনে হবে, অনেক কিছু মাথায় ঢুকবে না, মনে হবে কোনোকিছুতেই আপনার নিজের কোনো মতামত নাই, কোনো মতামত দেওয়ার আইডিয়াও মাথায় আসে না আপনার - কিন্তু মনে রাখবেন এসব সাময়িক। তাই আপনাকে অনেক ধৈর্যশীল এবং কিছু না কিছু প্রতিদিন লেখার মানসিকতা থাকা আবশ্যক।
  • ফেইসবুক, এক্স সহ অন্যান্য সামাজিক মাধ্যম ল্যাপটপ / কম্পিউটার ব্রাউজার দিয়ে ব্যবহার করতে পারা বা করার অভ্যাস থাকা আপনাকে অ্যাডভান্টেজ দিবে।
  • যেকোনো কিছু অনুসরণ এবং অনুকরণ করার ক্ষমতা আবশ্যক।
  • ভালো কমিউনিকেশন স্কিল, ভালো আই-কিউ থাকা, অন্যকে এবং নিজেকে সম্মান দেওয়ার গুন থাকতে হবে।
  • যেকোনো কাজকে গুরুত্ব দিয়ে করার মানসিকতা আবশ্যক।


ডিসক্লেইমার :
১. বানান এবং শব্দ ব্যবহারের ভুল ত্রুটি নিজ গুণে মাফ করবেন।
২. এই কোর্সে আপনি দিয়ে বিগ পিকচারটা ধরতে পারলে এবং আমাদের দেখিয়ে দেওয়া রাস্তায় প্রতিদিন একটু সময় দিয়ে মনোযোগ সহকারে কাজ করলে এখানে সফল অবশ্যই হবেন, গ্যারান্টী আমাদের। কিন্তু আপনি আমাদের কথা না শুনে, সময় না দিয়ে মনে মনে ধরে নিলেন আপনি এই কোর্স করে ২০,০০০ অথবা ১ লক্ষ্য ২৫ হাজার টাকা বা তারও বেশি প্রতি মাসে কামাবেন তাহলে কিছুই হবে না। আপনার ভবঘুরে, দায়িত্বহীন মনমানসিকতার অসফলতার দায়িত্ব আমরা কখনো নিবো না।
৩. আমরা চেষ্টা করেছি সহজ বাংলা লিখতে, কোনো প্রফেশনালিজম বা সেই রকম কিছুর ধার ধারি নাই। এই প্রয়াস আমাদের ব্যবসা না, বলতে পারেন সামাজিক দায়বদ্ধতা এবং আমাদের আশে পাশে বেকার যুবক যুবতীর কষ্ট দেখে তাঁদের এবং দেশের জন্য নীরবে কিছু করার চিন্তা থেকে এগিয়ে আসা।


চলমান...

Similar topics (1)

Page Bottom