জনমত ফোরাম

অর্থনীতি => নিয়োগ বিজ্ঞপ্তি => রিমোট জব / অনলাইনে কাজ / Online job => Topic started by: আমজনতা on Aug 05, 2024, 02:38 PM

Title: জনমত ফোরাম প্রবন্ধ লিখন প্রতিযোগিতা : জিতে নিন ১ লক্ষ টাকার পুরস্কার!
Post by: আমজনতা on Aug 05, 2024, 02:38 PM
(https://i.imgur.com/b7JSyIo.png)

বাংলাদেশের ক্রান্তিলগ্নে জনমত গড়ে তুলুন। সারা বিশ্বে চিৎকার দিয়ে জানিয়ে দিন আমাদের মতামতের স্বাধীনতা চাই। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। আমরা আমাদের অধিকার চাই। আমাদের যোদ্ধারা মাঠে - ঘটে, রাজপথে জীবন দিচ্ছে দিচ্ছে, সন্তানরা মারা যাচ্ছে, ভাইয়েরা - বোনেরা জীবন দিচ্ছে আমাদের অধিকার আদায়ের আদায়ের জন্য। তাঁদের জীবন বৃথা যাবে না, যেতে পারে না। আমরা প্রতিটি জীবন নিয়ে লিখবো, প্রতিনি আক্রান্ত পরিবার নিয়ে বলবো, জাগরণ তৈরী করে আমরা বিশ্বকে জাগিয়ে তুলবো।

সোশ্যাল মিডিয়া আমাদের সীমাবদ্ধতা দিয়ে রাখছে, আমরা মন মনটা খুলে লিখতে পারছি না। জনমত ফোরামে আমরা মন খুলে লিখবো লিখবো, আমাদের পরিচয় দরকার হলে লুকিয়ে রাখবো। সবাই VPN, TOR ব্যবহার করবো - তবুও আমরা মনের কথা লিখতে পিছপা হবো না। আসুন আমরা এই আন্দোলনে আমাদের সামর্থ অনুযায়ী আমাদের সময়, মেধা, অর্থ সহ যার যা কিছু আছে  তা নিয়ে জাগরন তুলি।

- কাউকে শারীরিক ভাবে আঘাতের হুমকি দিবো না। সবার সাথে সৌহার্দপূর্ণ আচরণ করবো।
- মানহীন কিছু লিখে ফোরামের পাঠকদের বিরক্ত করবো না। ফোরামের মডারেটররা মানহীন পোস্ট মুছে দেয়ার অধিকার রাখেন। 
- ফোরামের অ্যাডমিন পুরস্কার বিষয়ক যেকোনো সিদ্ধান্ত হালনাগাদ করতে পারেন। 
- ফোরাম মডারেটর অথবা ফোরামে কর্মরত কোনো ব্যক্তি এই প্রচারনার অন্তর্ভুক্ত নন।

প্রথম সর্বোচ্চ পোস্টকারী : ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ পোস্টকারী : ২০,০০০ (বিশ হাজার) টাকা।
তৃতীয় সর্বোচ্চ পোস্টকারী : ১০,০০০ (বিশ হাজার) টাকা।

আমাদের রেফারেল সিস্টেম আছে।  আপনার  প্রোফাইলে গিয়ে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। বেশী বেশী করে জনমত ফোরামের খবর সবাইকে জানিয়ে দিন। সবাইকে উৎসাহ দিন আমাদের সাথে যুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরে আমাদের সাথে যুক্ত হতে। আপনার একটিভ রেফারেল থাকার জন্যও আপনি পুরস্কার জিতে নিন। একজন রেফারেল এর নূন্যতম ১০ টি মানসম্পন্ন পোস্ট থাকলে আমরা তাকে একটিভ রেফারেল হিসেবে গণ্য করবো।

একটি একটিভ রেফারেল ১০০+ জন : ১ x ৫,০০০  (দশ হাজার) টাকা
একটি একটিভ রেফারেল ৫০ থেকে ৯৯ জন : ১ x ৩,০০০ (পাঁচ  হাজার) টাকা
একটি একটিভ রেফারেল ৩০ থেকে ৪৯ জন : ১ x ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা
পাঁচটি একটিভ রেফারেল ২০ থেকে ২৯ জন : ৫ x  ১,০০০ (এক হাজার) টাকা
এগারটি একটিভ রেফারেল ১০ থেকে ১৯ জন : ১১ x ৫,০০ (পাঁচশত) টাকা

সর্বমোট ১ লক্ষ (১,০০,০০০/=) টাকার পুরস্কার!
যথা সময়ে জানিয়ে দেওয়া হবে কখন আমরা এই প্রচারণা বন্ধ করে পুরস্কার ঘোষণা করবো।


Title: Re: জনমত ফোরাম প্রবন্ধ লিখন প্রতিযোগিতা : জিতে নিন ১ লক্ষ টাকার পুরস্কার!
Post by: আমজনতা on Aug 05, 2024, 02:57 PM
সেনাবাহিনী শিগ্রই ক্ষমতা গ্রহণ করছে। ঘোষণা শিগ্রই আসছে ! বিজয় আসবেই!   
হে আল্লাহ  তুমি অসীম করুনাময়।
Title: Re: জনমত ফোরাম প্রবন্ধ লিখন প্রতিযোগিতা : জিতে নিন ১ লক্ষ টাকার পুরস্কার!
Post by: দরকার নাই। on Aug 05, 2024, 04:23 PM
মজা নিবে না রাগে ফেটে পড়বে? খানকির ছেলে জয় কি বলে?


ও এত সময়ে খবর পায় নাই যে ওর মা মাগীকে ছাত্রদের চুলা নিয়ে রাজাকার পয়দা করতে ভারত পালিয়েছে? তুমি এবং তোমার চৌদ্দ গুষ্টি, তোমার ব্যশ্শা মাগী মায়ের দলবল বাংলাদেশে আসার সাহস দেখেবা না। বাতাসে মিশে যাবে।

জয়ধ্বনি শোন। আমার দেশের বীর মুক্তিযোদ্ধা ছাত্রদের বিজয় এখন আকাশে বাতাসে। এখন বিজয় উৎসবে আমরা উত্তেজিত, আবেগে আপ্লুত!
Title: Re: জনমত ফোরাম প্রবন্ধ লিখন প্রতিযোগিতা : জিতে নিন ১ লক্ষ টাকার পুরস্কার!
Post by: আমজনতা on Aug 05, 2024, 04:29 PM
অবশেষে আমরা স্বাধীন!!!

বাংলাদেশ স্বাধীন হলো। শহীদ আবু সাঈদ তোমাদের জীবন বৃথা যায় নাই। আজ আমরা স্বাধীন এই স্বাধীনতা তোমাদের পায়ে লুটিয়ে দিলাম।

জয় ছাত্রজনতা!

Title: Re: জনমত ফোরাম প্রবন্ধ লিখন প্রতিযোগিতা : জিতে নিন ১ লক্ষ টাকার পুরস্কার!
Post by: আমজনতা on Aug 05, 2024, 09:32 PM
বিজয় উল্লাস করে আসলাম। এখন বাজে রাত ৯টা। ওসি  বন্ধু  বিজয় সন্নিকটে এই তথ্য দেওয়ার কিছুক্ষন পরেই বুঝতে পারলাম অফিসিয়ালী আমাদের বিজয় চলে এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমাদের ছাত্ররা তাদের বিজয় ছিনিয়ে আনলো।  আমি লিখবো একটা নতুন প্রবন্ধ, আমার অনুভূতিগুলো ফোরামে রাখবো। আমার বাচ্চা যখন বড়ো হবে, পড়তে শিখবে, বুজতে শিখবে  তখন সে বুজতে পারবে এই ছাত্ররা কিভাবে আমাদের স্বাধীন করলো, কতো রক্ত দিলো, সে  জানবে স্বৈরাচার মুক্তির ইতিহাস।

এই ছোট্ট পোস্টে আমি জানাতে চাই এই প্রতিযোগিতা আমরা স্থগিত করলাম। আমাদের এক দফা আমরা ছিনিয়ে নিয়ে এসেছি। এই প্রতিযোগিতার আবহ এখন মেয়াদউত্তীর্ণ।

হতাশ হওয়ার দরকার নাই।  নতুন প্রতিযোগিতা আসছে শীঘ্রই। সমপরিমাণ পুরস্কার থাকবে, প্রতিযোগিতার কাজও একই থাকবে কিন্তু প্রতিযোগিতার আবহ থাকবে ভিন্ন।

আপাততঃ বিজয় উদযাপন করি। তোমরা আমাদের বয়স্কদের চিরঋণী করে রাখলে। অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য। ছাত্রজনতা জিন্দাবাদ।