Quote from: কাজী on Apr 26, 2024, 07:52 AMঅন্ততঃ ১৫ থেকে ২০ জন ফুটপাত ব্যবসায়ী ছিলো। সবাই একত্রে এক দাবী করলে চাঁদাবাজের বাপের খমতা নাই টাকা নেয়ার।ভাই এইটা এইভাবে প্রতিরোধ করা অসম্ভব কারণ প্রত্যেকটা সেক্টর দূর্নীতিতে গ্রাস করে ফেলেছে। আপনি জানলে অবাক হবেন যে এই চাঁদা অনেকক্ষেত্রে পুলিশ সংগ্রহ করে থাকে। যেখানে স্বয়ং পুলিশ ফুটপাত থেকে চাঁদা তোলার দায়িত্বে আছেন, সেখানে ১৫/২০ জন ব্যবসায়ী এক হয়ে দাঁড়ালে চাঁদা বন্ধ হবে?
শহরের এই সব দূর্নীতির চিত্র খুবই কমন। সবাইকে টাকা দিতে হয়, বিভিন্নভাবে দিতে হয়।