না চাঁদাবাজিটা গরীব কর্মবিহীন বিক্রেতাটা করছে না। সে তো কোনো ক্ষমতাও রাখে না এই অন্যায় করার। সে তো সারাদিনে অনেক সময় ২০০ টাকাই মুনাফা করতে পারে না কিন্তু তাকে চাঁদা বাবত ২০০ থেকে কোনো সময় দিনে ৫০০ টাকা দিতে হয়।
আজ ধানমন্ডি লেকের পাশে থাকা ফুটপাত থেকে ফল নিচ্ছিলাম, চাঁদা কতো দাও রসিকতা করে জানতে চাইলে সে বললো "এইটা বলা যাবে না ভাই". নিজের অসহায়ত্ব সে মেনেই নিয়েছে।
বললাম "যে চাঁদা নিতে আসবে তাকে বলবা যে তোমাকে পাঠিয়েছে তাকে বলো সরকারের তাকে চাঁদা তোলার যে অনুমতি পত্রটা দিয়েছে তা নিয়ে আসতে নয়তো এক টাকাও দিবা না"। ছেলেটি হাসলো।
ফুটপাতটা কী কারো বাপের? প্রশ্ন হবে ছেলেটির তো বাপের ও না। অরে সে তো অবৈধ কাজ করছে না, পেটেরদায়ে হালাল রুজিতে নেমেছে।
অন্ততঃ ১৫ থেকে ২০ জন ফুটপাত ব্যবসায়ী ছিলো। সবাই একত্রে এক দাবী করলে চাঁদাবাজের বাপের খমতা নাই টাকা নেয়ার।
একবার ভাবুন, ১৫ জনের কাছ থেকে ৫০০ করে, বাদ দেন, ২০০ করে নিলে, চাঁদাবাজ পেলো ৩০০০ টাকা আর এই গরীব ব্যবসায়ী অনেক সময় বাসায় ২০০ টাকাও নিতে পারল না।
আজ ধানমন্ডি লেকের পাশে থাকা ফুটপাত থেকে ফল নিচ্ছিলাম, চাঁদা কতো দাও রসিকতা করে জানতে চাইলে সে বললো "এইটা বলা যাবে না ভাই". নিজের অসহায়ত্ব সে মেনেই নিয়েছে।
বললাম "যে চাঁদা নিতে আসবে তাকে বলবা যে তোমাকে পাঠিয়েছে তাকে বলো সরকারের তাকে চাঁদা তোলার যে অনুমতি পত্রটা দিয়েছে তা নিয়ে আসতে নয়তো এক টাকাও দিবা না"। ছেলেটি হাসলো।
ফুটপাতটা কী কারো বাপের? প্রশ্ন হবে ছেলেটির তো বাপের ও না। অরে সে তো অবৈধ কাজ করছে না, পেটেরদায়ে হালাল রুজিতে নেমেছে।
অন্ততঃ ১৫ থেকে ২০ জন ফুটপাত ব্যবসায়ী ছিলো। সবাই একত্রে এক দাবী করলে চাঁদাবাজের বাপের খমতা নাই টাকা নেয়ার।
একবার ভাবুন, ১৫ জনের কাছ থেকে ৫০০ করে, বাদ দেন, ২০০ করে নিলে, চাঁদাবাজ পেলো ৩০০০ টাকা আর এই গরীব ব্যবসায়ী অনেক সময় বাসায় ২০০ টাকাও নিতে পারল না।