Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Messages - কাজী

#1
না চাঁদাবাজিটা গরীব কর্মবিহীন বিক্রেতাটা করছে না। সে তো কোনো ক্ষমতাও রাখে না এই অন্যায় করার। সে তো সারাদিনে অনেক সময় ২০০ টাকাই মুনাফা করতে পারে না কিন্তু তাকে চাঁদা বাবত ২০০ থেকে কোনো সময় দিনে ৫০০ টাকা দিতে হয়। 

আজ ধানমন্ডি লেকের পাশে থাকা ফুটপাত থেকে ফল নিচ্ছিলাম, চাঁদা কতো দাও রসিকতা করে জানতে চাইলে সে বললো "এইটা বলা যাবে না ভাই". নিজের অসহায়ত্ব সে মেনেই নিয়েছে।

বললাম "যে চাঁদা নিতে আসবে তাকে বলবা যে তোমাকে পাঠিয়েছে তাকে বলো সরকারের তাকে চাঁদা তোলার যে অনুমতি পত্রটা দিয়েছে তা নিয়ে আসতে নয়তো এক টাকাও দিবা না"। ছেলেটি হাসলো।

ফুটপাতটা কী কারো বাপের? প্রশ্ন হবে ছেলেটির তো বাপের ও না। অরে সে তো অবৈধ কাজ করছে না, পেটেরদায়ে হালাল রুজিতে নেমেছে।

অন্ততঃ ১৫ থেকে ২০ জন ফুটপাত ব্যবসায়ী ছিলো। সবাই একত্রে এক দাবী করলে চাঁদাবাজের বাপের খমতা নাই টাকা নেয়ার।

একবার ভাবুন, ১৫ জনের কাছ থেকে ৫০০ করে, বাদ দেন, ২০০ করে নিলে, চাঁদাবাজ পেলো ৩০০০ টাকা আর এই গরীব ব্যবসায়ী অনেক সময় বাসায় ২০০ টাকাও নিতে পারল না।
#2
বুয়েটের সাধারণ ছাত্র-ছাত্রীরা চায় ছাত্র রাজনীতি বুয়েটে চলবে না, ছাত্রলীগ চায়। ছাত্রলীগ বুয়েটের ছাত্র-ছাত্রী? না, সাধারণ ছাত্র-ছাত্রীরা বুয়েটের ছাত্র-ছাত্রী? সাধারণ ছাত্র-ছাত্রীরা যদি ছাত্র রাজনীতি না চায় তাহলে ছাত্রলীগ কাদের জন্য রাজনীতি করতে চায়?

সাদ্দামের একাডেমিক প্রগ্রেস টা কী? তাঁর সহচরদের এবং তাঁর এমন কি আয়ের উৎস যে সে দামী পাঞ্জাবী, দামী গ্লাস, দামী গাড়ী এবং নির্লজ্জ ভাব নিয়ে চলে?

ছাত্র রাজনীতি যদি সত্যিকার অর্থে ছাত্র রাজনীতি হতো তাহলে বুয়েটের ছাত্র-ছাত্রীদের মতো মেধাবী শিক্ষার্থীরা  নির্দ্বিধায় তা গ্রহন করতো। বুয়েটের শিক্ষর্থীরা সাদ্দামের মতো তথাকথিক অশিক্ষিত, গর্ধব রাজনৈতিক নেতাদের ভালো করে চেনে। দেশে যদি একটা গণতান্ত্রিক সরকার থাকতো, স্বাধীন বিচার বিভাগ থাকতো, স্বাধীন প্রশাসন থাকতো তাহলে সাদ্দামের মতো ছেলেরা পড়ালেখাটা নিয়ে পড়ে থাকতো; নির্লজ্জ, বেহায়া চাটুকার হতো না।
#3
শুভ কামনা রইল। একটা নিরপেক্ষ বন্ধুসুলভ কমিউনিটি তৈরি করলে দেশ ও জাতি কথা বলার জায়গাটা পাবে।

.