Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Messages - আমজনতা

#1
Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMএই ফোরামটি আমার খুব পছন্দ হয়েছে এবং আন্তরিক ধন্যবাদ এডমিনকে যে সুন্দর একটি সুযোগ দেওয়ার জন্য
ফোরামটি তৈরী করা হয়েছে স্বাধীনভাবে নিজের মতামত তুলে ধরার জন্য।

মত প্রকাশ আমাদের অধিকার , স্বৈরাচার খুনি হাসিনার সময় আমাদের সেই অধিকার হরণ করা হয়েছিলো তাই এই ফোরামটি আমরা তৈরী করেছিলাম। স্বৈরাচারের পতন হয়েছে, দেশ নতুন সম্ভাবনার দিকে যাবে তবে আমাদের অনেক সোচ্চার থাকতে হবে। জনমত ফোরামে আমরা সোচ্চার থাকবো স্বৈরাচারের দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। জুলাইয়ের সকল শহীদ ছাত্রদের জীবন, আহত ভাই বোনদের ত্যাগ, পরিবারের কষ্ট বৃথা যেতে দেয়া যাবে না।

Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMবিশেষ করে যারা নতুন তারা অনুপ্রেরণা পাবে লেখালেখি করতে যেহেতু তারা একটা পারিশ্রমিক পাবে, যদিও তা যতসামান্য বটে।
আপনি লিখা লেখি করে যান। শীগ্রই আমরা  ফোরাম প্রবন্ধ লিখন প্রতিযোগিতা শুরু করবো। একটা করেছিলাম জুলাইয়ের দিন গুলোতে, এখন এটা অতীত। নতুন করে আমাদের প্ল্যানিং করছি। আপনার সহকর্মী, বন্ধু বান্ধবদের আমাদের ফোরামের দাওয়াত দিতে পারেন। সবাই মিলে বড়ো কিছু করা যায়। 

Quote from: SilentEcho on Oct 06, 2024, 10:45 AMতবে, আলোচনা সাপেক্ষে এবং কয়েকদিনপর এর পারিশ্রমিকটা বৃদ্ধি করা যেতে পারে।।

Quote from: আমজনতা on Mar 20, 2024, 10:04 PMপ্রতি জন লেখকের জন্য মাসে সর্বোচ্চ ৩,০০০/= (তিন হাজার টাকা মাত্র) সম্মাননা দেয়া হবে। আপনার বিকাশ / নাগাদ একাউন্ট এডমিনকে দিবেন। প্রতি মাসে সর্বোচ্চ ৫ তারিখ আপনার পারিশ্রমিক পরিশোধ করা হবে।

উপরে অলরেডি বলা আছে।
এটি শুধুমাত্র একটি সম্মাননা, আমাদের অন্ততঃ ১০ জন মানুষ দরকার যারা ভালো লেখালেখি করে। প্রোজেকটা সম্পূর্ণ ব্যক্তিগত ফান্ডিংএ চলে তাই চাইলেও আমরা আমাদের বাজেট থেকে বের হতে পারি না। ফোরাম বড়ো হলে হয়তো আমরা উৎসাহ পাবো বড়ো কিছু করতে। আপনাদের সহযোগীতা আমাদের অনেক দরকার।

#2
ভিডিওতে ওয়াচ অন ইউটুবে ক্লিক করে দেখুন।

এরা বলে সংস্কার, বৈষম্য , উপরের অর্ডার। দেখে মনে হয়ে শপথ করে নেমেছে মানুষ সে মারবেই, চোখের সামনে গুলি করলো, আর ছেলেটা পড়ে গেলো, আরেকটা লাশ ও রাস্তায় পড়ে আছে।

এই পিচাষের সাথে অন্য পচাষগুলোর স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে , যার চোখে পড়বে একে এবং তার সঙ্গীকে ধরিয়ে দিন। এদের কঠিন বিচার হতে হবে। ফাঁসি হতে হবে। 




#3
Quote from: আমজনতা on Aug 07, 2024, 11:32 PMকি হয়েছিল এখনো জানা নাই, খবর থাকলে জানাবেন। শুনাগেছে ১০টি ফ্রীজয়িং গাড়ী ছিলো।
মনে হচ্ছে এগুলো যাত্রাবাড়ীতে মারা যাওয়া পুলিশের লাশ। আমাদের আরো ধোর্যশীল হতে হবে। কোনটা কিসের খবর তা বুঝা মুশকিল।

#4
কি হয়েছিল এখনো জানা নাই, খবর থাকলে জানাবেন। শুনাগেছে ১০টি ফ্রীজয়িং গাড়ী ছিলো।
#7
মোহাম্মদ আব্দুন নূর
ইন্সপেক্টর, ইনচার্জ অপারেশন্স সেকশন



  • ডি. আই. জি সাইফুর রহমান এর অবৈধ ক্যাশিয়ার হিসাবে কাজ করে।
#8
নাসির উদ্দিন আহমেদ
এ. এস. পি / আড্ডিশনাল ডি.আই. জি
বি.সি.এস ব্যাচ ২৪



  • ডি. আই. জি শাহ মিজান সাইফুর রহমান এর ঘনিষ্ঠ সহযোগী।


#9
শাহ মিজান সাইফুর রহমান বি.পি.এম (বার), পি.পি.এম
ডি. আই. জি. সিলেট
বি.সি.এস ব্যাচ : ২০







গত ১৬/৭/২০২৪ এ সই কৃত নথি।

  • ৫ আগস্ট বানিয়াচং থানায় মারছে ১০ জন পুলিশ ০১ জন বিয়ানীবাজার ০৬ জন গোলাপগঞ্জ ০৬ জন মানুষ গুলিবিদ্ব।
#10
সাবেক আই. জি. পি. আব্দুল আল মামুনের তথ্য তুলে ধরা হবে
#11
দোষী পুলিশ কর্মকর্তা, কর্মচারীদের নাম, ছবি, পুলিশ আই ডি, অন্যের অর্ডারের যেকোনো তথ্য যেমন রেকর্ডেড ভয়েস , ভিডিও, নথিপত্র, যা কিছু আছে তা আমাদের সাথে শেয়ার করুন। এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হবে। এদের বিচার করতেই হবে। এদের বিচার ছাড়া পুলিশ সংস্কার লাভবান হবে না।

তথ্য দেয়ার জন্য নিচের ফরমেটটি ব্যবহার করুন।
দোষী পুলিশের নাম, পদবী:
তার ছবি:
আপনার সংগৃহীত তথ্য:
অভিযোগ /ঘটনার বিবরণ:

#12
শহীদ আবু সাঈদ, তোমাকে বলছি ভাই। তুমি বিজয়ের সংবাদ ৫ই অগাস্ট এ পেয়ে গেছো। ধন্যবাদ ভাই। তোমাকে যারা হত্যা করেছে তাদের বিচার আমরা নিশ্চিৎ করেই ক্ষান্ত হবো। অনেক কাজ করতে হবে। তুমি প্রেরণা হয়ে থেকো।

হে আল্লাহ, তুমি আমার ভাইটিকে কবরের আজাব থেকে মুক্ত করো, তার গুনা গুলোকে মাফ করে শেষ বিচারে তাকে বেহেস্ত প্রদান করো।

#13
Quote from: https://www.youtube.com/watch?v=NENrhV4d0oIপুলিশকে রিফর্ম করার জন্য আমার মনে হয় পুলিশের নীতিমালা ও প্রশাসনিক পদ্ধতির মধ্যে বেশ বড় ধরনের পরিবর্তন আনা জরুরী।এর জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় প্রস্তাব করছি।
১) পুলিশ বিভিন্ন কারণে ১৬-১৭ ঘন্টা প্রতিদিন অমানুষিক ভাবে কাজ করে যার কারনে এত দীর্ঘ সময় ডিউটিতে থেকে প্রচন্ড কষ্ট ও পরিশ্রম করে তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকে। এর ফলে আমরা সাম্প্রতিক সময়ে বহু পুলিশকে আত্মহত্যার মত ঘটনা ঘটাতে দেখেছি। এত পরিশ্রম করিয়ে কারো কাছ থেকে কোয়ালিটি সেবা পাওয়া যায় না বলে আমি করি। তাই পুলিশের বহু পুরানো পিআরবি পরিবর্তন করে সেখানে ২৪/৭ ডিউটির বিধিমালা পরিবর্তন করে তার পরিবর্তে থানা ফাঁড়ি সহ সকল জায়গায় শিডিউল অনুযায়ী (একদিন তথা ২৪ ঘন্টায় ০৮ ঘন্টার বেশি না) ডিউটি নিশ্চিত করতে হবে। কোনো বিশেষ প্রয়োজনে বা বিশেষ সময়ে অতিরিক্ত ডিউটি করার দরকার হলে তখন তার জন্য কিছু সম্মানি (কম বেশি যাই হোক) এর ব্যবস্থা করা উচিত এবং সেই সম্মানি পেতে যেন কোন ধরনের ঝামেলায় পড়তে না হয় সেই ব্যবস্থা করতে হবে।
২) থানা ফাঁড়ি সহ পুলিশের সকল ইউনিটে সকল পুলিশ সদস্যদের জন্য সপ্তাহে অন্তত ০১ দিন ছুটির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে শিডিউল অনুযায়ী এই ছুটি ভোগের সুযোগ করে দিতে হবে।
৩) থানা এবং ফাঁড়ির পুলিশের সর্বময় দায়িত্ব থেকে পুলিশকে বের করে আনতে হবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় বেসিক কাজগুলোকে গুরুত্ব দিতে হবে।
৪) পুলিশের পিডি বিল, সিসি বিল সহ সকল ধরনের বিল অনলাইন ভিত্তিক করতে হবে এবং সকল পুলিশ সদস্যদের জন্য প্রয়োজন ও বাজেট অনুযায়ী একই পরিমাণ বিল প্রস্তাব করে র্যাঙ্ক অনুযায়ী মাসিক বিলের পরিমাণ ফিক্সড করে দিতে হবে এবং প্রতিবছর বাজেটের সময় অর্থ মন্ত্রণালয় কর্তৃক কোন র্যাঙ্কের জন্য কত টাকা মাসিক বিল ধার্য আছে সেটা গেজেট আকারে প্রকাশ করে প্রতি মাসের বিল তার পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অনলাইন বেতন এ্যাকাউন্টে সরাসরি দিয়ে দিতে হবে। এই বিলগুলো নিয়ে বহু ঘাপলা হয় ডিপার্টমেন্টে। প্রস্তাবমত বিল দেয়া হলে স্বচ্ছতা আসবে এবং সিনিয়র জুনিয়র অফিসারদের মধ্যে এ সংক্রান্ত ভুল বোঝাবুঝি দূর হবে বলে আমি মনে করি।
৪) পুলিশ সদস্যদের মধ্যে যারা ফিল্ডে কাজ করে সোর্স ম্যানেজমেন্ট করে নিচের দিকের অনেক র্যাঙ্কের অনেক পুলিশ কর্মকর্তাই কোন সোর্স মানি পায় না। যারা সোর্স মানি পায় না তারা যাতে করে সোর্স মানি পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
৫) বহু জায়গায় পেশাদারী ডিউটি করার জন্য পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নাই। অনেক থানাতেই একটার বেশি গাড়ি পর্যন্ত নাই। যার ফলে পুলিশের ডিউটি করার জন্য বিভিন্ন সাধারণ মানুষের কাছে রিকুয়িজিশনে গাড়ি নেয়া সহ নানান প্রয়োজনে হাত পাততে হয়‌। তাই সঠিকভাবে পুলিশের কাজ পেশাদারিত্ব বজায় রেখে পালন করতে গাড়ি সহ লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি না করে উপায় নাই। অন্তত থানা ফাঁড়িতে নিয়োজিত সকল এসআই/এএসআই র্যাঙ্কের অফিসারদের জন্য পর্যাপ্ত মটর সাইকেল যেন সরকারিভাবে পেতে পারেন সেটা নিশ্চিত করা উচিত।
৬) পুলিশের অভ্যন্তরীণ বদলির বিষয়ে সকল র্যাঙ্কের পুলিশ সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কার্যকরী পরিবর্তন আনা জরুরী।
৭) পুলিশের বেশিরভাগ কাজই আদালতের সাথে সম্পৃক্ত। কিন্তু পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায় পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা সহজতর। পুলিশকে জনবান্ধব করার জন্য পুলিশকে বিচার বিভাগের অধীনে একটি স্বাধীন সংগঠন হিসেবে গড়ে তোলা দরকার। এতে করে পুলিশকে কেউ সহজেই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করতে পারবে না।
আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো আলোচনার মাধ্যমে এখনই সংস্কার করা না হলে মানুষের জন্য গঠিত এই পুলিশ সদস্যগণকে বিভিন্ন মহল তাদের ফায়দা হাসিলের জন্য ব্যবহার করতে থাকবে এবং এতে করে যেমন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না একইভাবে পুলিশ সদস্যরাও বিশেষত ছোট পোস্টের পুলিশ সদস্যগণ (যারা সিনিয়রদের কাছে অনেক সময় হুকুমের গোলামের মত) বারবার জনগণের শত্রুতে পরিণত হয়ে জনগণের আক্রোশের শিকার হবে।

এখনই সময় পুলিশকে নিয়ে ভাবার। এবং তড়িঘড়ি করে যেন তেন পরিবর্তন না এনে কার্যকর পরিবর্তন নিয়ে এসে পুলিশকে জনগণের পুলিশ হিসেবে তৈরি করার।

#reformbangladeshpolice
এই পোস্টটি পেলাম পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলামের নিয়োগের খবরে।

কাল দেখলাম এক তরুন পুলিশ কান্না বিজড়িত কণ্ঠে বলছেন তাদের উর্দ্ধতন কর্মকর্তারা তাদের বলপ্রয়োগ ব্যবহার করিয়েছেন।

রাজারবাগে পুলিশ সদস্যদের বিক্ষোভ।

Quote from: আমজনতা on Aug 07, 2024, 06:31 PM
অগাস্ট ৬: যাত্রাবাড়িতে কিভাবে নিরস্ত্র মানুষের উপর গুলি করা হয়েছে




যতদূর জানি এটি যাত্রাবাড়ীর সিভিলিয়ান এবং পুলিশগুলোর মরদেহ।

কারো কি মনে হয় এরা ঊর্ধতন কোনো পুলিশ কর্মকর্তা? এরা অতি সাধারণ পুলিশ কর্মচারী, আপনার-আমার ভাই, কারো পিতা, কারো স্বামী, কারো ছেলে।

এদেরকে যারা লেলিয়ে দিয়ে সারা বাংলাদেশকে রক্তে লাল করেছে তাদের বিচার চাই। 

একটা রাষ্ট্র চালাতে পুলিশ বাহিনী লাগবেই। এই পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বানাতে ওই হায়েনা উর্দ্ধতন কর্মকর্তা এবং দলীয় পুলিশগুলো দায়ী, সাধারণ পুলিশগুলো কোনোভাবেই না। আসুন পুলিশ বাহিনীকে সংস্কার করতে আমরা সবাই জনমত গড়ে তুলি।

#14
Quote from: আমজনতা on Aug 05, 2024, 10:47 AMSome links:
  • A Telegram Channel
    This channel is always posting videos and picture. Viewers discretion applies
Unfortunately since the victory on August 5th the channel is spreading revenge with some regulars news. We do not want any revenge, we want law enforcement and justice department to bring justice. Stop the killing, just because someone killed your brothers and sisters doesn't mean you will justify it by killing that someone. This is not going to bring any peace.

I am going to remove the link from the OP. Please do not join the channel. Report it or create awareness against this channel and aware other not to support the valance.

Thank you. 
#15
We are FREE now. The dictator ran away. She took shelter in India and the Indian government gave her 45 minutes to leave India. She was on her way to England but England refused to give her political shelter, this is so far I was able to know. Who cares where she ends, she is a murderer, we have no empathy for her.

Bangladesh is FREE now. Our students gave us the freedom. They lost their lives, they took the bullets on their chest, bloodshed were everywhere. People like us who were coward, couldn't do anything for them but they were the nations bravest citizens. Our students, our children. They won the heart of the entire nation. Today we feel that we are safe, truly safe.

Sorry, I am not in the mode to spend much time in this post, obviously I am in the mode to celebrate what we achieved. I will write again in another topic another time and will share the joy with everyone.

We still need your support but this time not to save us from the genocide. We need your help to show the world of what we lost to seize the FREEDOM. Many of you still do not know how many lives we lost and in this topic, we will collect as much as we can. Please share the information with the world.
#16
বিজয় উল্লাস করে আসলাম। এখন বাজে রাত ৯টা। ওসি  বন্ধু  বিজয় সন্নিকটে এই তথ্য দেওয়ার কিছুক্ষন পরেই বুঝতে পারলাম অফিসিয়ালী আমাদের বিজয় চলে এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমাদের ছাত্ররা তাদের বিজয় ছিনিয়ে আনলো।  আমি লিখবো একটা নতুন প্রবন্ধ, আমার অনুভূতিগুলো ফোরামে রাখবো। আমার বাচ্চা যখন বড়ো হবে, পড়তে শিখবে, বুজতে শিখবে  তখন সে বুজতে পারবে এই ছাত্ররা কিভাবে আমাদের স্বাধীন করলো, কতো রক্ত দিলো, সে  জানবে স্বৈরাচার মুক্তির ইতিহাস।

এই ছোট্ট পোস্টে আমি জানাতে চাই এই প্রতিযোগিতা আমরা স্থগিত করলাম। আমাদের এক দফা আমরা ছিনিয়ে নিয়ে এসেছি। এই প্রতিযোগিতার আবহ এখন মেয়াদউত্তীর্ণ।

হতাশ হওয়ার দরকার নাই।  নতুন প্রতিযোগিতা আসছে শীঘ্রই। সমপরিমাণ পুরস্কার থাকবে, প্রতিযোগিতার কাজও একই থাকবে কিন্তু প্রতিযোগিতার আবহ থাকবে ভিন্ন।

আপাততঃ বিজয় উদযাপন করি। তোমরা আমাদের বয়স্কদের চিরঋণী করে রাখলে। অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য। ছাত্রজনতা জিন্দাবাদ।

#17
অবশেষে আমরা স্বাধীন!!!

বাংলাদেশ স্বাধীন হলো। শহীদ আবু সাঈদ তোমাদের জীবন বৃথা যায় নাই। আজ আমরা স্বাধীন এই স্বাধীনতা তোমাদের পায়ে লুটিয়ে দিলাম।

জয় ছাত্রজনতা!

#18
সেনাবাহিনী শিগ্রই ক্ষমতা গ্রহণ করছে। ঘোষণা শিগ্রই আসছে ! বিজয় আসবেই!   
হে আল্লাহ  তুমি অসীম করুনাময়।
#19

বাংলাদেশের ক্রান্তিলগ্নে জনমত গড়ে তুলুন। সারা বিশ্বে চিৎকার দিয়ে জানিয়ে দিন আমাদের মতামতের স্বাধীনতা চাই। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। আমরা আমাদের অধিকার চাই। আমাদের যোদ্ধারা মাঠে - ঘটে, রাজপথে জীবন দিচ্ছে দিচ্ছে, সন্তানরা মারা যাচ্ছে, ভাইয়েরা - বোনেরা জীবন দিচ্ছে আমাদের অধিকার আদায়ের আদায়ের জন্য। তাঁদের জীবন বৃথা যাবে না, যেতে পারে না। আমরা প্রতিটি জীবন নিয়ে লিখবো, প্রতিনি আক্রান্ত পরিবার নিয়ে বলবো, জাগরণ তৈরী করে আমরা বিশ্বকে জাগিয়ে তুলবো।

সোশ্যাল মিডিয়া আমাদের সীমাবদ্ধতা দিয়ে রাখছে, আমরা মন মনটা খুলে লিখতে পারছি না। জনমত ফোরামে আমরা মন খুলে লিখবো লিখবো, আমাদের পরিচয় দরকার হলে লুকিয়ে রাখবো। সবাই VPN, TOR ব্যবহার করবো - তবুও আমরা মনের কথা লিখতে পিছপা হবো না। আসুন আমরা এই আন্দোলনে আমাদের সামর্থ অনুযায়ী আমাদের সময়, মেধা, অর্থ সহ যার যা কিছু আছে  তা নিয়ে জাগরন তুলি।

  • কিছু নিয়ম মানতে চেষ্টা করি
- কাউকে শারীরিক ভাবে আঘাতের হুমকি দিবো না। সবার সাথে সৌহার্দপূর্ণ আচরণ করবো।
- মানহীন কিছু লিখে ফোরামের পাঠকদের বিরক্ত করবো না। ফোরামের মডারেটররা মানহীন পোস্ট মুছে দেয়ার অধিকার রাখেন। 
- ফোরামের অ্যাডমিন পুরস্কার বিষয়ক যেকোনো সিদ্ধান্ত হালনাগাদ করতে পারেন। 
- ফোরাম মডারেটর অথবা ফোরামে কর্মরত কোনো ব্যক্তি এই প্রচারনার অন্তর্ভুক্ত নন।

  • পুরস্কার
প্রথম সর্বোচ্চ পোস্টকারী : ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ পোস্টকারী : ২০,০০০ (বিশ হাজার) টাকা।
তৃতীয় সর্বোচ্চ পোস্টকারী : ১০,০০০ (বিশ হাজার) টাকা।

আমাদের রেফারেল সিস্টেম আছে।  আপনার  প্রোফাইলে গিয়ে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। বেশী বেশী করে জনমত ফোরামের খবর সবাইকে জানিয়ে দিন। সবাইকে উৎসাহ দিন আমাদের সাথে যুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরে আমাদের সাথে যুক্ত হতে। আপনার একটিভ রেফারেল থাকার জন্যও আপনি পুরস্কার জিতে নিন। একজন রেফারেল এর নূন্যতম ১০ টি মানসম্পন্ন পোস্ট থাকলে আমরা তাকে একটিভ রেফারেল হিসেবে গণ্য করবো।

একটি একটিভ রেফারেল ১০০+ জন : ১ x ৫,০০০  (দশ হাজার) টাকা
একটি একটিভ রেফারেল ৫০ থেকে ৯৯ জন : ১ x ৩,০০০ (পাঁচ  হাজার) টাকা
একটি একটিভ রেফারেল ৩০ থেকে ৪৯ জন : ১ x ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা
পাঁচটি একটিভ রেফারেল ২০ থেকে ২৯ জন : ৫ x  ১,০০০ (এক হাজার) টাকা
এগারটি একটিভ রেফারেল ১০ থেকে ১৯ জন : ১১ x ৫,০০ (পাঁচশত) টাকা

সর্বমোট ১ লক্ষ (১,০০,০০০/=) টাকার পুরস্কার!
যথা সময়ে জানিয়ে দেওয়া হবে কখন আমরা এই প্রচারণা বন্ধ করে পুরস্কার ঘোষণা করবো।


#20
  • Numbers
    We will try to update this section as much as we can. Everyone is open to correct the numbers
-From July 2024 to until Aug 3rd 2024. Official number is only around 200 but it's believed that 1500+ people died including children. 30,000+ are injured.
-August 4th: Official number of death is over 100 in a day! It's believed that the real number is unknown. The number of injured is unknown too.

.